প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা নিয়ে অভিভাবক ও পরিক্ষাথীরা চিন্তিত
https://www.obolokon24.com/2015/11/dimla_20.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা নিলফামারি প্রতিনিধি ঃ
সারা দেশে আগামী রবিবার হতে প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা ২০১৫ শুরু হতে যাচ্ছে ।এরই ধারাবাহিকতায় ডিমলা উপজেলার দশটি ইউনিয়নের ১৮টি পরিক্ষা কেন্দ্রে সমাপনী ও এবতেদায়ী পরিক্ষা গ্রহনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।এবার উপজেলার ১৮টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনিতে ৭৭৮৮ জন ও এবতেদায়ীতে ৩০৩ জন পরিক্ষাথী অংশগ্রহন করবে ।কিন্তূ বিভিন্ন অভিভাবক ও পরিক্ষাথীদের সাথে কথা বলে জানা গেছে বর্তমানে দেশের অস্তিতিশীল রাজনৈতিক অবস্থা ও চলমান মানবতা বিরোধী অপরাধের ফাসির সাজা প্রাপ্ত আসামী বিএনপির সালাউদ্দীন কাদের চৌধরী ও জামায়তের আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এর ফাঁসির রায় কার্যকর পরবতী সময় দেশে হরতালের মত কর্মসুচী আসলে পরিক্ষাথীরা সময় মত তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছে।শিক্ষক অভিভাবক ও পরিক্ষাথীদের দাবী প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরিক্ষা চলাকালে কোমলমতি শিশুদের কথা চিন্তা করে সকলে যেন হরতালের মত কর্মসুচী প্রদান থেকে বিরত থেকে শিশুদের নির্বিগ্নে সময় মত পরীক্ষা সম্পন্ন করার সুযোগ করে দেন ।