প্রধানমন্ত্রীর এপিএস-১জাহাঙ্গীর আলম বুলবুল রংপুর পীরগঞ্জে বিভিন্ন প্রকল্প পরিদর্শন
https://www.obolokon24.com/2015/11/Rangpur_51.html
হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :
প্রধানমন্ত্রীর এপিএস-১জাহাঙ্গীর আলম বুলবুল গতকাল বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম,সহকারী কমিশনার ভুমি-এসএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রকৌশলী- মজিবর রহমান, ওসি রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সহ-সভাপতি সাইদুর রহমান দুলাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোদাব্বেরুল ইসলাম সাজু, অধ্যক্ষ খলিলুর রহমান, , হাসান আলী প্রধান তার সাথে ছিলেন।
নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম জানান, এপিএস দু’দিনের সরকারি সফরে সড়কপথে সকালে পীরগঞ্জে পৌঁছে রংপুর-ঢাকা মহাসড়কের আংড়ার ব্রীজের উত্তর-পশ্চিম কোনে অনুমোদিত পীরগঞ্জ ষ্টেডিয়ামের জায়গা নির্দ্ধারনে জমি পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার রামনাথপুর ইউপি’র মাদারপুর-চেরাগপুর সড়কের ২ দশমিক ২০ কিলোমিটার চেইনেজে আখিরা নদীর ওপর কালিতলা নামকস্থানে ৩৯ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ, বটের হাট দাখিল মাদ্রাসা, ঐতিহ্যবাহি হাতিবান্ধা জামে মসজিদ ও উপজেলা সদরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মানে জায়গা পরিদর্শন করেন।