বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচ রেট শ্রমিক কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রির্পোটার


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচ রেট শ্রমিক কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে গতকাল বুধবার রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর রাজশাহী বিভাগের পিচ রেট কর্মচারীরা মানববন্ধন করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচ রেট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখা।
আয়োজনে মানববন্ধনে  বক্তারা বলেন, তারা  ৪৭৫ জন পিচ রেট কর্মচারী, অত্যন্ত দায়িত্বশীলতার সাথে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় অন্তভুক্ত বিভিন্ন বিদ্যুৎ সরবরাহ দপ্তরের অধীনে ১৫/১৬ বছর ধরে কাজ করে আসছে। সামান্য ভাতার বিনিময়ে কাজ করে জীবনের মুল্যবান সময় অতিবাহিত করছে। কিন্তু বর্তমানে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি এবং ছেলেমেয়েদের লেখাপড়া এখন আর এই সামান্য ভাতা দিয়ে সম্ভবপর হচ্ছে না। বক্তারা সরকারের কাছে তাদের চাকুরী স্থায়ীকরণের মানবিক আবেদন করে।
রংপুর মহানগর শাখার সভাপতি খালেকুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র পিচরেট কর্মচারী মোকসেদ আলী, লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক জগন্নাথ চন্দ্র রায়, সাংগাঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী মহানগর শাখার সভাপতি আবুল হোসেন, নওগা  বিদ্যুৎ সরবরাহ শাখার একলাসুর রহমান, শান্তাহার বিদ্যুৎ সরবরাহ শাখার মতলুবার রহমান, সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহ শাখার মুকুল মিয়া, জলঢাকা বিদ্যুৎ সরবরাহের রাজু মিয়া, নীলফামারীর বিদ্যুৎ সরবরাহের এন্তাজুল হক, গোবিন্দগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আব্দুর রাজ্জাকসহ উত্তরাঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল দপ্তরের কর্মরত পিচ রেট শ্রমিক প্রতিনিধিরা।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8275570552469026390

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item