পাগলাপীর ও খলেয়ায় কর্মসৃজন প্রকল্পের নামের তালিকা প্রনয়ণ চলছে
https://www.obolokon24.com/2015/11/RANGPUR.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ও খলেয়া দু’টি ইউনিয়নে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকের নামের তালিকা প্রনয়নের কাজ চলছে। গতকাল বুধবার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নে লটারির মাধ্যমে শ্রমিকের নামের তালিকা প্রনয়ণ করা হয়েছে। জানা গেছে, দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় সরকারের দেওয়া পাগলাপীর হরিদেবপুর ইউনিয়ন বরাদ্দ পেয়েছেন ২৩৯ জন শ্রমিক। জনপ্রতি নারী পুরুষ শ্রমিকরা তাদের মজুরী হিসেবে পাবেন ২শ টাকা। এ কর্মসূচীর আওতায় গত বছর এ ইউনিয়নে বরাদ্দ ছিল ৬৭৫ জন শ্রমিক। খলেয়া ইউনিয়নে এ কর্মসূচীর আওতায় বরাদ্দ পেয়েছেন ১৯৭ জন শ্রমিক। জনপ্রতি শ্রমিকরা মজুরী পাবেন ২শ টাকা। গত বছর এ ইউনিয়নে বরাদ্দ ছিল ৪৩৮ জন। খলেয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা খাঁন ও হরিদেবপুর ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক প্রতিনিধিকে জানান চলতি নভেম্বর মাসের ৭ অথবা ৮ তারিখে প্রকল্পের কাজ শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।