সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় স্কুল ছাত্র নিহত ॥ সড়ক অবরোধ
https://www.obolokon24.com/2015/10/saidpur_3.html
আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় সড়কে অবরোধ সৃষ্টি করা হয়। গতকাল (শুক্রবার) বিকেলে বিমানবন্দর সড়কে টায়ার জ্বালিয়ে এলাকার বিক্ষুদ্ধ লোকজন ওই অবরোধ সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের কানাডা বিল্ডিং সংলগ্ন হাতিখানা মহল্লার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. রোহিত (৮)। গতকাল (শুক্রবার) দুপুরের দিকে সে শহরের অফিসার্স কলোনীর ফাইভ স্টার মাঠের সামনের বিমানবন্দর সড়ক অতিক্রম করছিল। এ সময় সৈয়দপুর শহরের দিকে যাওয়া দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিক্সা স্কুল ছাত্র রোহিতকে চাপা দেয়। পরে আশপাশের থাকা লোকজন দ্রুত ছুঁটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। রোহিত ওই এলাকার রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
রোহিতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ লোকজন বিমানবন্দর সড়কে টায়ার জ্বালিয়ে ও বেঞ্চ দিয়ে অবরোধ সৃষ্টি করে। বিক্ষুদ্ধ লোকজন শহরে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। পরে সন্ধ্যায় ৬ টায় সৈয়দপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের কানাডা বিল্ডিং সংলগ্ন হাতিখানা মহল্লার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. রোহিত (৮)। গতকাল (শুক্রবার) দুপুরের দিকে সে শহরের অফিসার্স কলোনীর ফাইভ স্টার মাঠের সামনের বিমানবন্দর সড়ক অতিক্রম করছিল। এ সময় সৈয়দপুর শহরের দিকে যাওয়া দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিক্সা স্কুল ছাত্র রোহিতকে চাপা দেয়। পরে আশপাশের থাকা লোকজন দ্রুত ছুঁটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। রোহিত ওই এলাকার রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
রোহিতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ লোকজন বিমানবন্দর সড়কে টায়ার জ্বালিয়ে ও বেঞ্চ দিয়ে অবরোধ সৃষ্টি করে। বিক্ষুদ্ধ লোকজন শহরে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। পরে সন্ধ্যায় ৬ টায় সৈয়দপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।