রংপুরে গোপনে ওয়াকফ স্টেটের জমির গাছ কেটে ফেলার অভিযোগ

হাজী মারুফ,রংপুর ব্যুরোঃ

রংপুর নগরীর দর্শনা আলহাজ্ব নগরের বায়তুল মোকররম জামে মসজিদের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই মসজিদের কমিটির বিরুদ্ধে। ওয়াকফ স্টেটের ওই জমিতে লাগানো ১১ টি মূল্যমান গাছ কেটে ফেলায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর ওয়াকফ স্টেট এর প্রায় সাড়ে ৭ একর জমি ওই এলাকায় রয়েছে। কিছু অসাধু ব্যক্তি জোরপূর্বক জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। এছাড়াও ওই জমির ওপর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এদিকে ওয়াকফ স্টেট কর্তৃপকে  না জানিয়ে ওই মসজিদ কমিটির সদস্য ঢাকাইয়া হাফিজার, আতোয়ার, খলিল যোগসাজস করে ১১টি মূল্যবান বড় গাছ নামেমাত্র ৩৬ হাজার টাকায় বিক্রি করে দেন মর্ডাণ মোড় এলাকার কাঠ ব্যবসায়ী ইউনুস এর কাছে । এলাকাবাসী জানান, ওই গাছগুলোর ন্যায্য মূল প্রায় ২ লক্ষাধিক টাকা। এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন। এ বিষয়ে রংপুর ওয়াকফ স্টেটের পরিদর্শক গোলাম সারোয়ারী জানান, ওয়াকফ স্টেটকে না জানিয়ে গাছ কাটা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

পুরোনো সংবাদ

রংপুর 1622170030798308475

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item