দেশরতœ শেখ হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী- প্রতিমন্ত্রী রাঙ্গা
https://www.obolokon24.com/2015/10/rangpur_23.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর থেকে ঃ
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্জ মসিউর রহমান রাঙ্গা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ শেখ হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী। এ সরকারের আমলে দেশের মুসলমান,হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মবলী যেকোন ধর্মীয় অনুষ্ঠানে নিবিঘেœ পালন করছে। সরকারের ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসে আজ দেশের সনাতন হিন্দু সম্পদায়রা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গা পুজা পালন করেছেন বিপুল উৎসাহ উদ্দিনপনা ও শান্তিতে। তিনি আরো বলেন, মা দূর্গা দেবীর দশটি হাত ও তার শক্তি প্রয়োগ করে যেমন অসুরকে বধ করেছেন তেমনি ভাবে আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনার দশটি হাত না থাকলেও তিনি জ্ঞান বুদ্ধি ও দক্ষতার মধ্যে দিয়ে শক্তি প্রয়োগ করায় এবার শারদীয় দূর্গা উৎসবে দেশে কোথাও মৌল্যবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড ঘটেনি। তবে কোথাও মৌল্যবাদ জঙ্গিবাদ সন্ত্রাসীরা মাথাচারা দিলে আপনারা ঐক্যবদ্ধ্য ভাবে তা দমন করবে বলে আহবান জানান। তিনি গতকাল শুক্রবার বিকাল ৩ টায় উত্তরাঞ্চলের প্রাচিনতম রংপুরের গংগাচড়া উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকা বেতগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্দনেরহাট দূর্গা প্রতিমা বির্সাজন মেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে উপরক্ত কথা গুলো বলেন। প্রতিমা বিসার্জন মেলা উদ্ভোবন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যান ট্রাষ্টির সদস্য আওয়ামীলীগ নেতা এডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান বাবু নির্মলেন্দু গোস্বামীর সভাপতিত্বে চন্দনেরহাট আলদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিমা বিসর্জন মেলায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি গংগাচড়া উপজেলা চেয়াম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জাতীয় পাটির উপজেলা সভাপতি আলহাজ্জ সামসুল হক, বেতগাড়ী ইউনিয়ন সভাপতি চাঁদ সরকার, সাধারন সম্পাদক ওমর ফারুক শাহ, সাংগাঠনিক সম্পাদক সামসুল ইসলাম মাষ্টার, খলেয়ার সভাপতি শামসুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিমা বিসর্জন মেলা অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা কমরেড দিলীপ কুমার রায়, প্রধান পৃষ্ঠপোষক ডাঃ দেব দুলাল রায়, দূর্গা প্রতিমা বিসর্জন মেলা কমিটির সভাপতি বিপুল চন্দ্র রায় মাষ্টার ও সম্পাদক ডাঃ বাবুল চন্দ্র রায়। বিসর্জন মেলায় প্রায় অর্ধ শতাধিক প্রতিমা অংশ গ্রহন করেন এবং অংশগ্রহনকারী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানকারীদের পুরস্কৃত করা হয়। এর আগে দূর্গা প্রতিমা বিসর্জন মেলায় অঞ্চলের হাজার হাজার সনাতন হিন্দুধর্মাবলী কিশোর কিশোরী তরুন তরুনী সহ বিভিন্ন বয়সের নারী পুরুষরা ঢাক ঢোলের বাজনার তারে তালে দূর্গা মাইকে জয় এই সব শ্লোগানে মূখরিত করে তারা সমবেত হন মেলায়।