শের এ বাংলা পদক-২০১৫ পেলেন নীলফামারীর নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব লেলিন
https://www.obolokon24.com/2015/10/nilsagor.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
শের এ বাংলা পদক-২০১৫ পেয়েছেন উত্তরাঞ্চলের নীলফামারীতে প্রতিষ্ঠিত নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. আহসান হাবিব লেলিন। কাজ করি দেশ গড়ি এই শ্লোগান কে সামনে ব্যবসা বানিজ্যে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা পদক প্রদান করা হয়েছে।বুধবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শের এ বাংলা এ.কে ফজলুল হকের জন্মবার্ষিকী উপল্েয ও শের এ বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ-এর উদ্যোগে এ পদক প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন গবেষণা পরিষদের সভাপতি সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি আলহাজ্ব মো. আমিরুল কবির চৌধুরী।
উল্লেখ যে নীলফামারীর কৃতি সন্তান প্রকৌশলী মো. আহসান হাবিব লেলিন কার মেধাকে কাজে লাগিয়ে উত্তরের নীলফামারী জেলায় নীলসাগর গ্রুপের বিভিন্ন ইন্ডাষ্ট্রিজ গড়ে তুলেছেন। কাজ করি দেশ গড়ি এই শ্লোগান কে সামনে বিশেষ করে নীলসাগর পোল্ট্রি ও অ্যাগ্রো শিল্প, বিভিন্ন খাদ্য দ্রব্যের শিল্প কারখানা গড়ে তুলেন। যা দেশের বিভিন্ন জেলায় বাজার জাত করে সুনামের সাথে এগিয়ে চলেছেন। তার এই নীলসাগর গ্রুপে অসংখ্য শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের পথ পেয়ে বেকারত্ব ঘুচাতে সক্ষম হয়েছে।
নীলসাগর গ্রপের সব থেকে বড় শিল্পটি হলো এ্যাগ্রো। চলতি বছরের ৫ সেপ্টেম্বর ভিন্নজগতের সোনারতলীর সম্মেলন কক্ষে সারাদেশের ১৭০ পার্টনারের অংশগ্রহনে আয়োজন করেছিলেন ব্যাতিক্রমী পার্টনার সম্মেলনের। এই সম্মেলনে সেরা ১০ পার্টনারকে সম্মানিত এবং প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের ১২ সদস্যকেও পুরস্কৃত করা হয়েছিল।
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন বলেন, 'বাংলাদেশের আমিষ চাহিদা মেটাতে নীলসাগর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ পোল্ট্রি শিল্পকে স্বনির্ভর করার ল্েয কাজ করে যাচ্ছেন।