নীলফামারীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
https://www.obolokon24.com/2015/10/nilphamari_2.html
আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
'রূপকল্প ২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা' এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদন বাড়াতে নীলফামারীতে 'জাতীয় উৎপাদনশীলতা দিবস' পালন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা চেম্বার অব কর্মাসের যৌথ আয়োজনে এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় হতে শহরে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসনের চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক ,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মজিবুর রহমান সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী বিসিকের উপ ব্যবস্থাপক আখতারুজ্জামান বাচ্চু ,চেম্বার সভাপতি এসএম সফিকুল ইসলাম ডাবলু প্রমুখ।