নীলফামারীতে স্টপ ভায়োলেন্স কোয়ালিশনের সংবাদ সম্মেলন

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

সহিংসতা বর্জন করে অহিংস বা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।আন্তর্জাতিক অহিংস দিবস স্টপ ভায়োলেন্স কোয়ালিশন প্রচারনা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।শুক্রবার সকাল ১১টায় নীলফামারীর ইউএসএস অফিস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ জেলার স্টপ ভায়োলেন্স কোয়ালিশন নাগরিক কমিটির আহবায়ক এটিএম মোস্তফা চৌধুরী। সহিংসতার বিপরীতে শান্তি খুঁজে পেতে এবং সহনশীলতা, ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তরের লোকের অংশগ্রহণে সচেতনতা বাড়ানোর জন্য স্টপ ভায়োলেন্স কোয়ালিশনের ব্যানারে সহিংসতা রুখবো শান্তির দেশ গড়বো শ্লোগান কে সামনে রেখে সংবাদ সম্মেলনে বলা হয় ২ অক্টোবর উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মহাতœা গান্ধীর (মোহনদাস করমচাঁদ) জন্মদিন। ২০০৭ সালের ১৫ জানুয়ারি জাতিসংঘ দিনটি আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করে। তারই ধারাবহিকতায় ১৬টি সংগঠনের সমন্বয়ে আমার সাথে বাংলাদেশ সংগঠন গঠন করা হয়। নীলফামারীতে এর আয়োজন করে ইউএসএস ও অনুভব ফাউন্ডেশন। অহিংস দিবস উপলক্ষে জেলায় ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী উল্লেখ করা হয়।সংবাদ সম্মেলনে বলা হয় জানানো হয় সংগঠনের সুপারিশে রয়েছে, সহিংসতাকে উস্কে দেয় এমন কাজে রাজনৈতিক দল বা নেতারা কখনোই স¤পৃক্ত হবেন না। দল বা প্রতিষ্ঠান সংশ্লি¬ষ্ট ব্যক্তি রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো কাজে সহিংসতার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে স্বচ্ছতার সঙ্গে আইনগত ব্যবস্থা নিতে হবে, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণে ধারাবাহিকভাবে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া, প্রভৃতি। সংবাদ সম্মেলনে ছিলেন ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী,অনুভব ফাউন্ডেশনের প্রতিনিধি লিটন চৌধুরী, জেলার স্টপ ভায়োলেন্স কোয়ালিশন নাগরিক কমিটির সদস্য অধ্যক্ষ সারোয়ার মানিক,উপস্থিত সাংবআদিকদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল হক ,তাহমিন হক ববী, শীষ রহমান, মিল্লাদুর রহমান মামুন প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5384668231861787583

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item