নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
https://www.obolokon24.com/2015/10/nilphamari_1.html
আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার নীলফামারীতে পথযাত্রা ও আলোচনা সভা করেছে নীলফামারী প্রবীণ হিতৈষী সংঘ।
সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য পথযাত্রা শহর প্রদক্ষিণ করে শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয় চত্তরে আলোচনা সভায় মিলিত হয়। ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করুণ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক জাকীর হোসেন। প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী জেলা শাখার সভাপতি ফজলুল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষক সতিশ চন্দ্র বর্ম্মণ, সিভিল সার্জন আব্দুর রশিদ, সমাজ সেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, সহ সম্পাদক আমিনুর রহমান, নীলফামারী যাদুঘরের প্রতিষ্ঠাতা এটিএম মুজিবুর রহমান, চালকল মালিক সমিতির সভাপতি রকিবুল আলম চৌধুরী প্রমুখ।