বর্তমান সরকার গনমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দিচ্ছে- অধ্যাপক গোলাম মোস্তফা এমপি
https://www.obolokon24.com/2015/10/joldhaka.html
মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি
দেশ গঠনে গনমাধ্যম সহায়ক ভুমিকা পালন করতে পারে এরই ধারাবাহিকতায় জেলার জলঢাকা উপজেলায় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার চ্যানেল আই এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বর্তমান সরকার গনমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দিচ্ছে, ৭ম বোর্ড রোয়েদাদ গঠন সহ অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। সুস্থধারার সাংবাদিকতা দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। গতকাল বৃহস্পতিবার চ্যানেল আই এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। জলঢাকা প্রেসক্লাবে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর সুচনা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিবের সভাপতিত্বে। এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, চাঁদমনির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম দুলাল হাজীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আই এর নীলফামারী আনোয়ারুল ইসলাম।