ডোমারে শিশু বিবাহ রোধকল্পে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি।
https://www.obolokon24.com/2015/10/domar_28.html
আনিছুর রহমান মানিক,ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ইউনিসেফ ও চাইল্ড প্রজেক্ট আয়োজিত শিশু বিবাহ রোধকল্পে কিশোর কিশোরী পিয়ার লিডাদের নিয়ে ৫দিন ব্যাপী “জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের” সমাপনি দিবস অনুষ্ঠিত হয়েছে। ২১অক্টোবর বুধবার বিকালে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সমাপনি দিবসে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ট্যাক অফিসার নুরনবী সালেহিন, ইউপি সদস্য ধরনী কান্ত রায়, ওয়াহেদ আলী, দিলীপ কুমার, ইউপি সচিব রফিকুল ইসলাম। প্রধান প্রশিক্ষক রেহানা আক্তার, সহকারী জ্যোতিশ অধিকারী ও সাংবাদিক আনিছুর রহমান মানিক। পিয়ার লিডার প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য রাখেন, সুজন রায়, সান্তনা, সূবর্ণা, মশিউর রহমান, মাসুদ রানা, আবু সাঈদ, হৃদয়, মোতালেব প্রমূখ। বক্তাগণ শিশু বিবাহ প্রতিরোধ করে ডোমার উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা
করতে ইউপি চেয়ারম্যান, সদস্য, শিক্ষক সহ সচেতন ব্যাক্তিদের এগিয়ে আসার
আহবান জানান।উক্ত প্রশিক্ষণে এলাকার ২০জন কিশোর কিশোরী অংশ গ্রহন করেন। গত ১৮অক্টোবর এই প্রশিক্ষণ শুরু হয়ে আজ ২২অক্টোবর শেষ হয় ।