ডিমলায় আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত।
https://www.obolokon24.com/2015/10/dimla_4.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় শনিবার সকালে সারা দেশের ন্যায় ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস ২০০৭ সালে ১৫ই জুন জাতিসংঘের সাধারন অধিবেশনে দিবসটি ঘোষিত হয় সেই আলোকে “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক, এক বাংলাদেশ ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আয়োজনে ডিমলা ইউনিয়ন পরিষদ চত্তর হতে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে ডিমলা স্মৃতি অল্মান পাদদেশে ঘন্টা ব্যাপী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আবুল কালাম আজাদের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন (সদস্য-সুজন), বুলবুল আহম্মেদ বুলু, অজিবর রহমান লেবু, খালেদা আক্তার, ইউনুস আলী প্রমূখ। বক্তারা বক্তব্যে বলেন, দল-মত নির্বিশেষে সকলকে জঙ্গীবাদ সন্ত্রসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলি। আরও বক্তারা বলেন আসুন আন্তর্জাতিক অহিংসা দিবসে দারিয়ে আমরা আমাদের সমাজ ও রাষ্ট্র শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা তথা বিশ্বমানবতার শান্তির সপে সকলকে উন্নত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।