ডিমলায় ৫দিন ব্যাপি শিশু বিবাহ রোধ প্রকল্পের পীয়ার লিডারদে জীবন দক্ষতা প্রশিক্ষন চলছে

জয়নাল আবেদীন ,গয়াবাড়ী  ইউনিয়ন প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ডিমলা  উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের যুব উন্নয়ন প্রকল্পের ফেডারেশন হলরুমে ৫দিন ব্যাপী শিশু বিবাহ রোধ কল্পে কিশোর কিশোরদের পিয়ার লিডারদের জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে । গত ২৪/১০/২০১৫ইং থেকে ২৮/১০/২০১৫ইং পর্যন্ত প্রশিক্ষন চলবে। উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের  ১৬ জন ও ঝুনাগার চাপানির ১০জন ছেলে মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ প্রদান করছেন, মোঃ রহিজ উদ্দীন,মোছাঃ সাহানাজ বেগম,মোঃমোস্তাফিজার রহমান  সবুজ।সহযোগীতায় ইউনিসেফ বাংলাদেশ ওডি.এফ.এ.ডি কানাডা। আয়োজনে ডিমলা উপজেলা প্রশাসন।৫দিন ব্যাপী শিশু বিবাহ রোধ কল্পের পীয়ার লিডারদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করেন  টেপাখড়িবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ  রবিউল ইসলাম শাহিন,আরো উপস্থিত ছিলেন মোঃ মইহিনুল ইসলাম রনি, সম্নয়কারী জীবন দক্ষতা ডিমলা উপজেলা,প্রশিক্ষনের শুরুতে বক্তব্য রাখেন,মোস্তাফিজার রহমান সবুজ জীবন দক্ষতা প্রশিক্ষক।তিনি বক্তব্যে বলেন  শিশু বিবাহরোধ সহ ছোট ছোট শিশুরা বিভিন্ন সময় অমানুষিক র্নিযার্তনের শিকার হয়ে তারা প্রতিবাদ করতে পারে না। সেই ব্যাপারে এই পাচ দিন ব্যাপী প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা তোমাদের এলাকার পিয়ার
লিডারদের মাধ্যমে একত্রিত হয়ে সব কিছু প্রতিরোধ করতে হবে তাহলেই একদিন আমাদের এলাকা থেকে শিশুবিবাহ সহ শিশুদের উপর সকল প্রকার নির্যাতন রোধ করা সসম্ভ হবে। উল্লেখ্য ডিমলাউপজেলার ১০টি ইউনিয়নে মোট ১০টি ব্যাচে মোট ১৭৪জন কিশোর কিশোরী  শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6308252625491440633

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item