ডিমলায় বিলুপ্ত ৪ ছিটমহল নিয়ে মৎস্য বিভাগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
https://www.obolokon24.com/2015/10/dimla_22.html
জয়নাল আবেদীন গয়াবাড়ী ইউনিয়ন প্রতিনিধিঃ
“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এ শ্লোগানকে সামনে রেখে ডিমলায় বিলুপ্ত ৪ টি ছিটমহলের গ্রাম বাসীকে নিয়ে ২১/১০/১৫ইং রোজ বুধ বার বেলা ১২ টায় উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ৩১ নং নগর জিগাবাড়িতে মৎস্য বিভাগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা মৎস্য আফিসার এম ওবায়দুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ৯নং টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, ২৮নং ছিটমহল বড় খানকি সাবেক ছিটমহলের সভাপতি,মতিয়ার রহমান, ২৯নং খারিজা সাবেক ছিটমহলের সভাপতি ফরহাদ ,৩০নং গিতালদহ সাবেক ছিটমহলের সভাপতি আঃখালেক,
৩১নং নগর জিগাবাড়ি সাবেক ছিটমহলের সভাপতি ডাঃরফিক। প্রধান অতিথি তার বক্তব্যে মাছ চাষের কি কি বিষয় ল্য রাখতে হবে,পুকুর তৈরি , পানি পরীা , পোনা বাছাই , এসব বিষয়ে ল্য রাখার কথা উল্লেখ করেন।তিনি আগ্রহীদের পাশের যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।