৩১৫টি হাইস্কুলকে সরকারিকরণের দাবিতে বদরগঞ্জে শিক্ষক সমাবেশ
https://www.obolokon24.com/2015/09/rangpur_60.html
হাজী মারুফ রংপুর ব্যুরো প্রধান :
সারাদেশে ৩১৫টি মডেল হাইস্কুলকে সরকারিকরণের দাবিতে রংপুরের বদরগঞ্জে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বদরগঞ্জ মডেল হাইস্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচিত মাধ্যমিক মডেল স্কুল সমিতির রংপুর বিভাগীয় আহবায়ক ও বদরগঞ্জ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ময়নুল হক সরকার। সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচিত মাধ্যমিক মডেল স্কুল সমিতির কেন্দ্রীয় সভাপতি সুধাংশু শেখর তালুকদার, সাধারণ সম্পাদক মীর আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন, কুড়িগ্রাম জেলার আহবায়ক শেফাউন নাহার, পঞ্চগড় জেলার আহবায়ক আব্দুল কুদ্দুসসহ রংপুর বিভাগের ৩৪টি মডেল হাইস্কুলের প্রধানরা সমাবেশে বক্তারা প্রত্যেক উপজেলায় একটি করে হাইস্কুল ও একটি করে কলেজকে সরকারিকরণের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
পাশাপাশি তারা দাবি করেন মাধ্যমিক স্তরে দেশের ৩১৫টি মডেল হাইস্কুলকে যেন অবিলম্বে সরকারিকরণ করা হয়। কারণ হিসেবে তারা উল্লেখ করেন, শুধুমাত্র সরকারিকরণের লক্ষ্য নিয়েই সরকার ওইসব মডেল হাইস্কুলের অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সুবিধা বৃদ্ধি করেছে। বক্তারা অবিলম্বে ওইসব মডেল হাইস্কুলকে সরকারিকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।