হামার ছাওল ইকবাল ব্যাহে রংপুর হরিদেবপুর ইউনিয়নে উন্নয়নমুলক কাজ এগিয়ে চলছে
https://www.obolokon24.com/2015/09/rangpur_45.html
হাজী মারুফ
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দিনরাত পরিশ্রম করে এলাকার মহৎ মুরব্বীদের নিয়ে ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন করা যায় সে লক্ষ্যে রাস্তা-ঘাট, ইদগাহ মাঠ সংস্কার,মন্দির ও মসজিদ, ল্যাট্রিন পাবলিক টয়লেট, প্রাইমারি স্কুলে ফ্যানসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে করে আসছেন । সরজমিনে গেলে পানবাড়ির শফিকুল হরিদেবপুরের জামাল, আইয়ুব বলেন, হামার ইকবাল চেয়ারম্যান হবার পর এলাকার রাস্তা-ড্রেন স্কুলের কাজ করছে। অপর দিকে নিরক্ষরতা দুরিকরন নিয়ে ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ সহ গরীর-দুঃখী মানষের মুখে হাসি ফোটাবার উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি। বয়স্কভাতা কার্ড নিজ হাতে বিতরণ করা হচ্ছে। এতে কোন অনিয়মের আঁচড় পড়েনি বলে সুবিধাভোগীরা মন্তব্য করেছেন। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত এলাকাবাসীর পাশে থেকে সার্বিক সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেছেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দিনরাত পরিশ্রম করে এলাকার মহৎ মুরব্বীদের নিয়ে ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন করা যায় সে লক্ষ্যে রাস্তা-ঘাট, ইদগাহ মাঠ সংস্কার,মন্দির ও মসজিদ, ল্যাট্রিন পাবলিক টয়লেট, প্রাইমারি স্কুলে ফ্যানসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে করে আসছেন । সরজমিনে গেলে পানবাড়ির শফিকুল হরিদেবপুরের জামাল, আইয়ুব বলেন, হামার ইকবাল চেয়ারম্যান হবার পর এলাকার রাস্তা-ড্রেন স্কুলের কাজ করছে। অপর দিকে নিরক্ষরতা দুরিকরন নিয়ে ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ সহ গরীর-দুঃখী মানষের মুখে হাসি ফোটাবার উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি। বয়স্কভাতা কার্ড নিজ হাতে বিতরণ করা হচ্ছে। এতে কোন অনিয়মের আঁচড় পড়েনি বলে সুবিধাভোগীরা মন্তব্য করেছেন। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত এলাকাবাসীর পাশে থেকে সার্বিক সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেছেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।