রংপুর লায়ন্স ক্লাবের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :
গতকাল রংপুর মহানগরীর বন্যা অধ্যুষিত এলকা হিসেবে পরিচিত ৩৩ নং ওয়ার্ডের হোসেন নগর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরন করেন লায়ন স্বদেশ রঞ্জন সাহা পি এম জেড, এফসিএ জেলা গভর্ণর ৩১৫ এ২ বাংলাদেশ।
বন্যা দূর্গত মানুষের জন্য জেলা গভর্ণর জন প্রতি ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ২ কেজি আলূ, ৫০০ গ্রাম মুশুরে ডাল, ১ কেজি লবন, ২৫০ গ্রাম গুড়, হাফ লিটার সোয়াবিন তেল, ৫টি স্যালাইন, ৫টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১টি গ্যাস লাইট বিতরন করেন। এ সময় ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন মোঃ নাসির উদ্দিন প্রাক্তন জেলা গভর্ণর ৩১৫ এ২ বাংলাদেশ, লায়ন সুলতান মাহমুদ চৌধুরী রিজিওন চেয়ারপার্সন ক্লাব, লায়ন রেজাউল আলম রাজু চেয়ারম্যান ইউথ এক্য্রাসাইড, লায়ন মোঃ এনামুল হক সোহেল, জোন চেয়ারপার্সন ক্লাব, লায়ন মোঃ আরিফ হোসেন টিটো, সাবেক প্রেসিডেন্ট ও ডিরেক্টর লায়ন্স ক্লাব রংপুর, লায়ন মোঃ এমদাদুল ইসলাম, প্রথম ভাইস প্রেসিডেন্ট  লায়ন্স ক্লাব রংপুর, লায়ন সাবিনা আফজা হক লিসু, সেক্রেটারী লায়ন্স ক্লাব রংপুর, লায়ন মোঃ কামরুর হাসান জুয়েল, ট্রেজারার লায়ন্স ক্লাব রংপুর, লায়ন এস এম রেজাউল করিম মেম্বার লায়ন্স ক্লাব রংপুর, লায়ন মোঃ শাহিন পারভেজ মেম্বার লায়ন্স ক্লাব রংপুর, লায়ন জেবুননেসা জীবন মেম্বার লায়ন্স ক্লাব রংপুর, লায়ন মোঃ হালিম বুলু মেম্বার লায়ন্স ক্লাব রংপুর। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী ও আজিজুল্যাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ফয়েজ উদ্দিন, সুবা মেম্বার, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম, মুজাহিদুল ইসলাম ফুলু, আব্দুল হামিদ, নাজমুল ইসলাম, নরু ন্নবীসহ স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।

পুরোনো সংবাদ

রংপুর 3189466126498173253

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item