বেরোবিতে আজ থেকে ঈদের ছুটি শুরু
https://www.obolokon24.com/2015/09/rangpur_32.html
হাজী মারুফ রংপুর ব্যুরো
ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হবে। ১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এসময়ে কোন কাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ৪ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পারিতোষিক হিসেবে প্রাপ্ত ৫ লাখ ৮৮ হাজার ৮৯৬ টাকা অনুদান হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফান্ডে জমা করে দিয়েছেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি, তিনটি অনুষদের ডিন, ছয়টি বিভাগের বিভাগীয় প্রধান ও ভেন্যু কমিটির আহবায়কসহ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ভর্তি পরীক্ষার পারিতোষিক হিসেবে এ টাকা পেয়েছিলেন। এসব টাকা তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফান্ডে জমা করে দিয়েছেন বলে সিন্ডিকেট সভায় অবহিত করেন।