নীলফামারীতে ঈদ উল আযহার নামাজ কখন কোথায়
https://www.obolokon24.com/2015/09/nilphamari_22.html
আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদ উল আযহার প্রধান জামাত সকাল ৮টা ১৫ মিনিটে নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে। ইসলামিক ফাউন্ডেশন সুত্র জানায় জেলা শহরের অন্যান্য ঈদগা ময়দানের মধ্যে নীলফামারীর কলেজ স্টেশন ঈদগাহ মাঠে সকাল ৮টা ৪৫ মিনিটে, ও সকাল ৮টা ৩০ মিনিটে কুখাপাড়া(ধনীপাড়া) ঈদগাহ ময়দানে, সার্কিট হাউজ ঈদগাহ ময়দানে, গাছবাড়ি ঈদগাহ ময়দানে এবং জোড়দরগা ঈদগাহ মাঠে ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঈদের দিন যদি দূর্যোগপুর্ণ আবহাওয়া বিরাজ করে সে েেত্র নীলফামারী বড় মসজিদে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় এরপর একই মসজিদে পর পর আরো তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে ঈদ উল আযহা যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দিপনার সাথে উদযাপনের ল্েয সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন,ঈদ মোবারক লিখিত বিভিন্ন প্রকার ব্যানার জেলা শহরের প্রধান প্রধান পয়েন্টে স্থাপন, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, সরকারী আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যান কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে ঈদের দিনে।