নীলফামারীতে স্থায়ীত্বশীল উন্নয়ন এজেন্ডা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
https://www.obolokon24.com/2015/09/nilphamari.html
মর্তুজা ইসলাম, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে, পরিবর্তিত পৃথিবী ॥ স্থায়ীত্বশীল উন্নয়ন এজেন্ডা ২০৩০ বিষয়ক কর্মশালা বুধবার সকালে আরডিআরএস হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাংগ চন্দ্র সরকার। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রনয়নে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলি। এ সময় বক্তব্য রাখেন সুপ্র ঢাকার সমস্বয়কারী শরিফুল ইসলাম, মহিলা পরিষদের সা, সম্পাদক দৌলত জাহান ছবি, জেলা মহিলা ক্রিয়া সংস্থার সা, সম্পাদক শামীমা রহমান, জেলা সাম্যবাদি দলের আহবায়ক কমরেড ডা. মোস্তাফিজার রহমান (সবুজ), সমাজ কর্মী আবু মুসা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্র জেলা কমিটির সম্পাদক শাহ আহসান হাবিব। জেলার শিক, ছাত্র, কৃষকসহ বিভিন্ন পেশা জীবি ও এনজিও প্রতিনিধিগন অনুষ্ঠানে সুচিন্তিত মতামত প্রদান করেন।