কিশোরগঞ্জে মেয়াদ উর্ত্তীণ ঠান্ডা পানীয় প্রাণ আপ খেয়ে নিহত ১ গুরুত্বর অসুস্থ ২
https://www.obolokon24.com/2015/09/kisor.html
বি পি এম জয়,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি ॥
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী কান্দুরার মোড় গ্রামে ঈদের রাতে তিন বন্ধু মিলে মেয়াদ উর্ত্তীণ পানীয় প্রাণ আপ খেয়ে অসুস্থ হলে এস এস সি পরীক্ষার্থী আব্দুল কাদের নামের একজন পরীক্ষার্থী গতকাল সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নিহতের পারিবারিক সুত্র জানায়, ঈদের দিন সন্ধ্যায় ভেড়ভেড়ী গ্রামের আব্দুর সামাদের ছেলে শাহীন আলম (১৮),জ্যাঠাতো ভাই এস এস সি পরীক্ষার্থী মুন্সি জবির উদ্দিনের ছেলে আব্দুল কাদের ও জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের চৌপথির মোড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোশরেকুল (২০) মিলে ভগ্নিপতি শাহিনের বাড়ী খুটামারা গ্রামে কোরবানির গোস্ত নিয়ে দাওয়াত খেতে যায়। রাতের খাবারের পর ভগ্নিপতি শাহীন জলঢাকা শহরের তেল পাম্পের মোড় মিলন-ইমরান ষ্টোর নামের একটি মুদি দোকান থেকে মেয়াদ উর্ত্তীণ ১লিটার ওজনের ঠান্ডা পানীয় প্রাণ আপ নিয়ে এসে খাওয়ায়। প্রণ আপ খাওয়ার পর মধ্যরাতে বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাদের পরের দিন শনিবার শাহীন আলম,আব্দুল কাদের কে কিশোরগঞ্জ স্বাস্থ্য্য কমপ্লেক্সে এবং খুটামারা গ্রামের মোরশেকুলকে জলঢাকা স্বাস্থ’্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় এস এস সি পরীক্ষার্থী আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। গতকাল সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার মুত্যুর খবরটি নিশ্চিত করেছেন পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন।
কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রিয়াশাদ মাহবুব বলেন, পানীয় জাতীয় পদার্থের বিষক্রিয়ায় তারা আক্রান্ত হয়েছিল সম্ভবত সেই দ্রব্যটি বিষাক্ত ছিল।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন আমি ঘটনাটি শুনেছি এব্যাপারে কেউ অভিযোগ করেনি।