জলঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের সদস্যদের মাঝে চেক বিতরণ।
https://www.obolokon24.com/2015/09/joldhaka.html
মর্তুজা ইসলাম, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ন-২ প্রকল্পের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়। উপজেলা সমবায় অফিসের আয়োজনে বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্তরে খারিজা গোলনা আশ্রয়ন-২ প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৪৫ জন সদস্যদের মাঝে ৫ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার, শামসুল আলম ভূইয়া, বিএমআই, কলেজের অধ্যক্ষ আবেদ আলী, সমবায় সহকারী পরিদর্শক সেলিনা বেগম, প্রকল্পের আদায়কারী আহসান হাবিব সরকার প্রমুখ।
সমবায় অফিসার শামসুল আলম ভূইয়া বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় জলঢাকার আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র মানুষদের ছোট ছোট ব্যবসা করার জন্য এই ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকেন।