ডোমার চিলাহাটিতে সাংস্কৃতিক অঙ্গনে সুর সংগীত নিকেতনের সফলতা।
https://www.obolokon24.com/2015/09/domar_59.html
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সাংস্কৃতিক অঙ্গনে সুর সংঙ্গীত নিকেতনের ব্যাপক সফলতা। উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডোমার উপজেলার সিমান্ত এলাকা চিলাহাটি। ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী নামে ২টি বড় ইউনিয়ন ঘিরে চলছে সাংস্কৃতিক চর্চ্চা। ৯০ দশকে লীজা সংগীত বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি পৃষ্ট পোষকতার অভাবে বিলিন হতে থাকে চিলাহাটির সাংস্কৃতিক অঙ্গন। এলাকার ক্ষুদে শিল্পী মোঃ মাহববুবুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার সাংস্কৃতিক মনা ব্যাক্তিদের সাথে নিয়ে ২০০৯ সালে “সুর সংগীত নিকেতন” নামে নতুন একটি সাংস্কৃতিক সংগঠনের শুভ সুচনা করে। সেখানে গান, নৃত্য, হারমনিয়ম, কবিতা আবৃত্তি সহ নানা সাংকৃতিক প্রশিক্ষণ শুরু করে। হাটিহাটি পাপা করে দির্ঘদিন পরিশ্রম করে আজ সেখানে প্রায় ৭০ জন ছাত্র/ছাত্রী রয়েছে। তারা স্কুল কলেজ ও জাতীয় দিবস সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অশংগ্রহন করে এলাকায় ব্যাপক সফলতা বয়ে আনে। ২০০৫ সালে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাহববুবুল হক বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ভাওয়াইয়া শিল্পী হিসাবে সুযোগ পায়। এছাড়াও ২০০৪ সালে ওই প্রতিষ্ঠানের ৯জন ছাত্র/ছাত্রী বাংলাদেশ বেতার রংপুর ও ঠাকুরগাঁও সেন্টারে নিয়মিত শিল্পী হিসাবে সংগীত পরিবেশন করে এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। সুর সংঙ্গীত নিকেতনের সভাপতি মোবাস্সেরুল জামান বাবু জানান, অবহেলিত প্রত্তন্ত গ্রাম অঞ্চল তথা সিমান্তবর্ত্তী এলাকার মানুষ হয়ে যেখানে যুব সমাজ আজ নেশার দিকে ঝুকছে, সেই এলাকায় সাহিত্য ও সাংস্কৃতিক চর্চ্চায় নিরলস ভাবে কাজ করে আসছি। জনপ্রতিনিধি ও সরকারী ভাবে কোন প্রকার সহযোগিতা পেলে সমাজ বদলে বাল্য বিাবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা, মাদক দ্রব্যের অপব্যবহার সহ নানাবিদ বিষয়ে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক ভ’মিকা রাখবে বলে তিনি আশা করেন।