ভ্র্যাম্যমান আদালতে ডোমারে ৬ জুয়ারীর ১০ দিন কারাদন্ড
https://www.obolokon24.com/2015/09/domar_35.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
ভ্র্যাম্যমান আদালতে নীলফামারীর ডোমার উপজেলায় ছয় জুয়ারীর দশ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানা। সোমবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে, রবিবার দিনগত রাতে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের জোড়াবাড়ি ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন (মেশিনঘড়) হতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার ওসি তদন্ত ভবানী কান্ত রায়ের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, এএআই আব্দুর রউফ মন্ডল সহ তাদের সংঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। আটককৃত জুয়ারীরা হলেন, জোড়াবাড়ি ডাক্তার পাড়া গ্রামের চহিবর রহমানের পুত্র আজিজুল ইসলাম (৩২), একই ইউনিয়নের তালেব পাড়া গ্রামের আবু তাহেরের পুত্র নুর ইসলাম (২৮), মাঝাপাড়া গ্রামের মজিবুল ইসলামের পুত্র ময়নুল ইসলাম (৩৫), বিএসপি পাড়া গ্রামের জোবান উদ্দিনের পুত্র ওহায়েদ আলী (৪২), হলহলিয়া বড় ফকিরপাড়া গ্রামের মোবারক হোসেনর পুত্র মমিনুর রহমান (১৮) ও গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি ডাঙ্গাপাড়ার মজিবুল ইমলামের পুত্র নায়িম (১৯)। দুপুরে তাদের ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে ১৮৬৭ সালের বঙ্গীয় জুয়া আইনের ৪ ধারা মোতাবেক ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। যার মামলা নং ৭০/২০১৫ইং। সোমবার বিকালে আসামীদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।