ডোমারে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু
https://www.obolokon24.com/2015/09/domar_28.html
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সংক্রান্ত নীলফামারীর ডোমার উপজেলায় তিন দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এর আগে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, কৃষি অফিসার জাফর ইকবাল, প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. মো: রাশিদুল হক প্রমূখ বক্তব্য রাখেন। মেলাটি ৩০ সেপ্টম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলায় সরকারী অধিদপ্তরের ২১টি স্টল স্থান পায়।