ডোমারের গোমনাতীতে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
https://www.obolokon24.com/2015/09/domar89.html
নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতীতে সাপের কামড়ে শাবেনা আক্তার(২৫) নামে তিন সন্তানের জননী এক গৃহবধুর মৃত্যু হয়েছে।মৃত শাবেনা গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী বি,এন,পির বাজার সংলগ্ন আসাদুজ্জামানের স্ত্রী এবং একই এলাকার অফিজ উদ্দিন এর কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়,রবিবার সন্ধায় শাবেনা গরুকে কুড়ো খাওয়ানোর জন্য পাশের ঘরে বস্তায় রাখা কুড়ো আনতে যায়।
বস্তায় হাত দিলে ভিতরে লুকিয়ে থাকা গোখড়ো সাপ তার হাতে ছোবল মারে।শাবেনার চিৎকারে লোকজন এসে সাপটিকে জালে ধরে রাখে এবং শাবেনাকে কবিরাজের কাছে নিয়ে যায়।কবিরাজ ব্যার্থ হলে রাতে ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানে সাপে কাটার প্রতিশোধক না থাকায় রংপুর মেডিকেলের উদ্দেশ্যে নেবার পথিমধ্যে রাত আনুমানিক ১ টায় সে মারা যায়।
লাশ বাড়িতে আনলে পরিবারের লোকজন মনে করেন কবিরাজ দ্বারা সাপে কাটা মৃত ব্যক্তিকে বাঁচানো সম্ভব(?)।সে অনুযায়ী কবিরাজ দ্বারা চেষ্টা করতে থাকেন।এক পর্যায়ে সে চেষ্টা ব্যার্থ হয়।এ রিপোর্ট লেখা পর্যনÍ লাশ দাফন কাফনের প্রস্তুতি চলছিল।
গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়,রবিবার সন্ধায় শাবেনা গরুকে কুড়ো খাওয়ানোর জন্য পাশের ঘরে বস্তায় রাখা কুড়ো আনতে যায়।
বস্তায় হাত দিলে ভিতরে লুকিয়ে থাকা গোখড়ো সাপ তার হাতে ছোবল মারে।শাবেনার চিৎকারে লোকজন এসে সাপটিকে জালে ধরে রাখে এবং শাবেনাকে কবিরাজের কাছে নিয়ে যায়।কবিরাজ ব্যার্থ হলে রাতে ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানে সাপে কাটার প্রতিশোধক না থাকায় রংপুর মেডিকেলের উদ্দেশ্যে নেবার পথিমধ্যে রাত আনুমানিক ১ টায় সে মারা যায়।
লাশ বাড়িতে আনলে পরিবারের লোকজন মনে করেন কবিরাজ দ্বারা সাপে কাটা মৃত ব্যক্তিকে বাঁচানো সম্ভব(?)।সে অনুযায়ী কবিরাজ দ্বারা চেষ্টা করতে থাকেন।এক পর্যায়ে সে চেষ্টা ব্যার্থ হয়।এ রিপোর্ট লেখা পর্যনÍ লাশ দাফন কাফনের প্রস্তুতি চলছিল।
গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।