ডিমলায় বালিকা ও যুবনারী কনভেনশন অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2015/09/dimla_82.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর ডিমলায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বালিকা ও যুবনারী কনভেনশন অনুষ্ঠিত হয়। বালিকা যুব নারী ফোরাম ও উপজেলা সিভিল সোসাইটি নেটওয়ার্কের আয়োজনে উদাঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে সহযোগীতায় সহ¯্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ডিসপ্লে ও ক্যারাতে প্রদর্শন করা হয়। কনভেশনের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সহিদুল ইসলাম, প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনালের প্রোগ্রাম সমন্বয়কারী (স্বাস্থ্য) হরিপদ রায়, উদাঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ রহুল আমিন খান, ডিমলা প্রোগ্রাম ম্যানেজার শাহানাজ বেগম প্রমুখ।নীলফামারীর ডিমলায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বালিকা ও যুবনারী কনভেনশন অনুষ্ঠিত হয়। বালিকা যুব নারী ফোরাম ও উপজেলা সিভিল সোসাইটি নেটওয়ার্কের আয়োজনে উদাঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে সহযোগীতায় সহ¯্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ডিসপ্লে ও ক্যারাতে প্রদর্শন করা হয়। কনভেশনের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন।