ডিমলায় অসহায় পরিবারের দোকার ভাংচুর !! জমি দখলের পায়তারা।
https://www.obolokon24.com/2015/09/dimla_29.html
ষ্টাফ রিপোটার ঃ
নীলফামারী ডিমলায় এক অসহায় পরিবারের দোকান ভাংচুর !! শেষ সম্বল জমিটুকু দখলের পায়তারা করছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উজেলার গয়াবাড়ী ইউনিয়নের মতিরবাজার এলাকায়। অভিযোগ সুত্রে যানাযায়, ২০০৫ সালে এলাকার কফিল উদ্দিনের ছেলে ফজলুল হক তফশীল ভ’ক্ত জমি ত্রান পূনর্বাসন মন্ত্রনালয় কর্তৃক এলাকার সন্দেশ খাঁনের বরাদ্ধকৃত প্রাপ্ত জমি হতে ০৩ শতক জমি পজেশন মূলে খরিদ করে। সেই জমির উপরে ঘড় নির্মাণ করে ফজলুল হক দির্ঘদিন যাবত হাসি স্যানিটারী নামে রিং, স্লাব, পাইপ, পিলার তৈরী করে ব্যবসা চালিয়ে আসছে। বেশ কিছু বছর অতিবাহিত হওয়ায় উক্ত জমির মূল্য বৃদ্ধি হওয়ায় এলাকার কুচক্রী মহলের ললূভ দৃষ্টি পড়ে ফজলুলের ৩শতক জমির উপর। এরই প্রেেিত মৃত ময়েজ উদ্দিনের পুত্র কুদ্দুস মাষ্টার, ইউসুফ আলী, আবুলের পুত্র দিলিপ সহ তাদের ভাড়াটিয়া বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সু-সজ্জিত হয়ে গত ০৩/০৭/২০১৫ তারিখে তাদের জমি দাবী করে দোকান ভাংচুর করে এবং সন্ত্রাসী হামলা চালায়। এবিষয়ে ফজলুল হক বাদী হয়ে ৬জনকে আসামী করে ডিমলা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৩৬৯, তারিখ- ০৮/০৮/১৫। এতে করে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ফজলুল সর্বস্ব পুজি হারিয়ে সেখানে সেলুনের দোকান করে অতিকষ্ঠে স্ত্রী সন্তান নিয়ে জীবন যাপন করছে। অপরদিকে মামলার ৫নং বিবাদী দিলিপ দোকান উচ্ছেদে মোরিয়া হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে। ২৭ সেপ্টেম্বর ডিমলা থানার পুলিশ পরিদর্শনে গেলে ফজলুলের কাগজ পত্র দেখে তারা ফিরে আসে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভয়ভীতী ও আতংকে দিনাতিপাত করছে বলে ফজলুলের পরিবার জানান। বিষয়টি আশু সমাধানের জোর দাবী জানান মতিবাজারের দোকানদারগণ।