পাগলাপীরে পুকুর ডোবায় জাল দিয়ে মাছ মারার হিড়িক পড়লেও বাজারে প্রভাব পড়ছে না।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে নদী নালা খাল বিল পুকুর ডোবা জলাশ্বয় জাল দিয়ে মাছ মারার হিড়িক পড়লেও এর প্রভাব পড়ছে না হাট বাজারে । ফলে বর্ষাভরা মৌসুম হলেও পাগলাপীর অঞ্চলের হাট বাজারে চালানী সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চড়া দামে বিক্রি হওয়ায় উৎসুক ক্রেতা সাধারন পড়েছেন বিপাকে। জানাগেছে সাম্পতি ভারী বর্ষনের পানিতে পাগলাপীর অঞ্চলে ঘাঘট বুল্লাই ২টি নদী সহ খাল বিল পুকুর ডোবা জলাশ্বয় পানিতে তলিয়ে মাছ ভেসে সাভার হয়ে গেছে নিচু এলাকায় আমন ধান আখ চাষাবাদী নানা শস্যজমিতে সহ অঞ্চলের আনাচে কানাচে।
ফলে উৎসুক মানুষজন দেশীয় মাছ চেং সাটি ডাইরকা পুটি টেংনা পোয়া গছি ঠোরা শিংগি মাগুর সহ নানান জাতের দেশীয় মাছের লোভে কারেন্ট জাল টনি জাল দিয়ে মাছ মারার হিড়িক ফেলিয়েছে। আবার অনেক উৎসুক ক্রেতা সাধারন দেশীয় মাছের লোভে অল্প দামে কেনার আশায় হাট বাজারে ছোটা ছুটি করলেও মাছ কিনছেন চড়া দামে। পাগলাপীরের নামাহাট সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারের মাছ ব্যবসায়ীরা জানান ভারী বর্ষনের পানিতে নদী নালা খাল বিল পুকুর ডোবা তলিয়ে মাছ ভেসে সাভার হয়ে গেলেও সেগুলি চালানী মাছ রুই কাতলা বির্গেট তেলাপিয়া সহ নানান জাতের মাছ। দেশীয় কোন জাতের মাছের বংশ খুজি পাওয়া যাচ্ছে না, এ কারনে মাছের বাজারে প্রভাব না পড়ায় দেশীয় মাছ আগের চড়া দামে বিক্রি হচ্ছে। খোজ নিয়ে জানা যায় পাগলাপীর সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে ব্যবসায়ীরা প্রতি কেজি পুটি ২শ টাকা, ডাইরকা ২শ টাকা চ্যাং শাটি ২শ টাকা, ইচলা, ট্যাংড়া টোরা গচি সিংগী মাগুরসহ নানান জাতের এইসব দেশীয় মাছের কেজি ৪শ টাকারও উর্দ্ধে বিক্রি করা হচ্ছে।

পুরোনো সংবাদ

রংপুর 6859883781104553619

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item