জলঢাকায় এস-৮-টি সেচ খালে পোনা মাছ অবমুক্ত করণ

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় শুক্রবার সকালে এস-৮ টি সেচ খাল কাজিরহাট এলাকায় তিনকদম পানি ব্যবস্থাপনা দল ও পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের উদ্যোগে মাছ চাষের জন্য পোনা মাছ অবমুক্ত করা হয়। এস-৮ টি সেচ খালের পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন পাউবো জলঢাকার সভাপতি দেলোয়ার হোসেন উপস্থিত থেকে মাছ চাষের জন্য সেচ খালে পোনা মাছ অবমুক্ত করে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের প্রবিধান মালা ২০১৪ মোতাবেক বগুলাগাড়ী জিকরুলের গেট হইতে রংপুর গংগাচড়া সয়রাবাড়ী বাচ্চা মিয়ার গেট পর্যন্ত ৯টি পয়েন্টে পর্যায়ক্রমে এই পোনা মাছ অবমুক্ত করা হবে।
মাছ চাষের উদ্দেশ্য হচ্ছে এই এলাকার আমিষের চাহিদা পুরন করে সমিতির সদস্যদের অর্থনৈতিক ভাবে উন্নতি সাধন করা। এ সময় আরও উপস্থিত ছিলেন, মর্তুজা ইসলাম মাষ্টার, সমিতির সাধারণ সম্পাদক মোখলেছার রহমান সদস্য জিকরুল হক, মুকুল হোসেন প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 3921737669903970226

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item