ডোমারে স্কাউট কন্যা তাজমিয়ার সংবর্ধনা ও আলোচনা সভা।
https://www.obolokon24.com/2015/08/domar_21.html
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে তাজমিয়া তাহরিন শিশু কাবদলে বিভাগীয় শ্রেষ্ঠ হওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১আগষ্ট সোমবার সকালে উপজেলার বামুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠানের আয়োজন কর্ াহয়। ম্যানেজিং কমিটির সভাপতি নার্গিস গুলশান আরা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিািথ হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিট লিডার ও প্রধান শিক নাজিরা আখতার ফেরদৌসী, তাজমিয়ার পিতা একরামুল হক। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী শিক নিরঞ্জন ভট্যাচার্য্য, ইসমত আরা, সঞ্জিবনী, মাইদুল ইসলাম, সাহেরা আক্তার রিপা, সত্যেন্দ্রনাথ, শাওন প্রমূখ।
নীলফামারী ডোমারে তাজমিয়া তাহরিন শিশু কাবদলে বিভাগীয় শ্রেষ্ঠ হওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১আগষ্ট সোমবার সকালে উপজেলার বামুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠানের আয়োজন কর্ াহয়। ম্যানেজিং কমিটির সভাপতি নার্গিস গুলশান আরা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিািথ হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিট লিডার ও প্রধান শিক নাজিরা আখতার ফেরদৌসী, তাজমিয়ার পিতা একরামুল হক। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী শিক নিরঞ্জন ভট্যাচার্য্য, ইসমত আরা, সঞ্জিবনী, মাইদুল ইসলাম, সাহেরা আক্তার রিপা, সত্যেন্দ্রনাথ, শাওন প্রমূখ।
ডোমার উপজেলার প্রত্তন্ত গ্রাম অঞ্চলের মেয়ে বারবিশা বামুনিয়া গ্রামের একরামুল হকের কন্যা বামুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী তাজমিয়া তাহ্রিন (১১) গত ৪আগষ্ট স্কাউটে নীলফামারী জেলায় কাব শিশু প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় সুযোগ হয় বিভাগে। ১৮আগষ্ট রংপুর পিটিআই ট্রেনিং সেন্টার মাঠে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় কাব শিশু প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু মাত্র ডোমার নীলফামারী নয় গোটা বিভাগের মুখ উজ্জল করেছে সে। আগামীতে জাতীয় ভাবে ঢাকায় অংশ গ্রহনের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষকে। আলোচনা শেষে তাজমিয়ার হাতে ফুলের তোড়া সহ বিভিন্ন উপহার তুলে দেন অতিথিগণ। দেশের সকল মানুষের কাছে কন্যার সফলতার জন্য দোয়া চেয়েছেন তাজমিয়ার পরিবার।