ডিমলায় প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ায় কাশ বর্জন।
https://www.obolokon24.com/2015/08/dimla_92.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি-ঃ
নীলফামারী ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনী কুমার রায়কে নবনির্বাচিত অভিভাবক সদস্য গোলজার রহমান ও তার সঙ্গপাঙ্গ সহ গত ২৬/০৮/২০১৫ ইং তারিখে লাঞ্চিত করায় উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগণ তাদের প্রধান শিক্ষকের উপর হামলার বিচারের দাবিতে ২৯/০৮/২০১৫ ইং তারিখে কাশ বর্জন করে বিদ্যালয় মাঠে অবস্থান নেয় এবং ছাত্র/ছাত্রীরা প্রতিবেদককে বলেন আমাদের শিক্ষা গুরুর উপর যে অবিচার করা হয়েছে তার বিচার চাই, এই বলে তারা কান্নায় ভেঙ্গে পড়ে।
এমতাবস্থায় ঘটনাস্থলে কমিটির সদস্যদের মধ্যে বদিয়ার রহমান বদি, আনিছুর রহমান, রফিকুল ইসলাম সহ উপস্থিত ছাত্র/ছাত্রীদের দাবীর প্রেেিত প্রধান শিকের উপর ঘটে যাওয়া ঘটনার সমাধানের আশ্বাস প্রদান করেন। এ ঘটনা সম্পর্কে প্রধান শিকের নিকট জানতে চাইলে তিনি বলেন, উক্ত তারিখে বিদ্যালয় চলাকালীন আনুমানিক বিকাল ৩টার সময় তার(গোলজার রহমান) দলবল সহ বিদ্যালয়ের অফিস কে প্রবেশ করে এবং আমার উপর হামলা চালায়। আমার চিৎকার শুনামাত্রই সহকারী শিক বৃন্দ ও ছাত্র/ছাত্রীরা এগিয়ে আসলে তারা তাদের উপরও চড়াও হয় এবং আমাকে অফিস ক থেকে বের হতে নাদিলে প্রান রার্থে ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করা হলে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে। উক্ত নামিয় ব্যক্তিদের নামে ডিমলা থানায় একটি অভিযোগপত্র দায়ের করি। নীলফামারী ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনী কুমার রায়কে নবনির্বাচিত অভিভাবক সদস্য গোলজার রহমান ও তার সঙ্গপাঙ্গ সহ গত ২৬/০৮/২০১৫ ইং তারিখে লাঞ্চিত করায় উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগণ তাদের প্রধান শিক্ষকের উপর হামলার বিচারের দাবিতে ২৯/০৮/২০১৫ ইং তারিখে কাশ বর্জন করে বিদ্যালয় মাঠে অবস্থান নেয় এবং ছাত্র/ছাত্রীরা প্রতিবেদককে বলেন আমাদের শিক্ষা গুরুর উপর যে অবিচার করা হয়েছে তার বিচার চাই, এই বলে তারা কান্নায় ভেঙ্গে পড়ে।