জলঢাকায় জমি নিয়ে বিরোধ,আহত -২

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
জলঢাকায় জমির রোপনকৃত ফসল উপড়ে ফেলে উক্ত জমির মালিককেই বেদরম পিটিয়ে নিজের জমি বলে দাবি করছে স্থানীয় এক ভুমিদশ্যু মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম সর্দারপাড়া ৬নং ওয়ার্ডে। অভিযোগ সূত্রে  ও সরেজমিনে গিয়ে জানা যায়, বালাগ্রাম সর্দারপাড়ার মৃত নজু মামুদের পুত্র মতিয়ার রহমান (৬০) এর ৫৪শতক জমির উপর রোপনকৃত বর্তমান মৌসুমী ফসল আমনচারা ধান রোপন করেন। ঐ জমিতে এ চারা ধান রোপন করায় ক্ষোভে ক্ষোবান্তর একই এলাকার মৃত জয়মুদ্দিন এর পুত্র রজব আলী (৬০) গং। তিনি সংঘ বদ্ধ একটি দল নিয়ে মতিয়ার রহমানের রোপনকৃত ধান ক্ষেত উপড়ে ফেলে ও  হুমকি স্বরুপ অকাত্ত ভাষায় গালিগালাজ করে চলে যায়।
একই দিন ৮জুলাই বিকেলে পুনরায় মতিয়ার রহমান ঐ জমিতে ধানের চারা রোপন করতে চাইলে রজব আলীর হুকুমে জাহাঙ্গীর আলম ও নুরুল ইসলাম মতিয়ারের রোপনকৃত চারা উঠিয়ে দিলে এক পর্যায়ে বাক বিতন্ডার সৃষ্টি হয় তাদের মধ্যে । পরে দেশীয় অত্র দিয়ে মতিয়ার রহমান ও তার স্ত্রীকে বেদরক পেটালে তারা গুরুতর আহত হন। তৎক্ষানিক তাদের জলঢাকা উপজেলা স্বাস্থ্যকমপ্ল্রেক্সে ভর্তি স্বরুপ চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভুগি মতিয়ার রহমান জানান,খতিয়ান নং ৩০১৭ যাহার দাগ নং ১৯৫২,নতুন দাগ নং ৩৬৪১-৩৬১১-৩৬১০ যাহার হাল নাগাদ দাগ,১৮-১১-১২-১৪মোট জমির পরিমান ৫৪ শতক। এই জমির উপড়ে আমি আমন ধানের চারা রোপন করি। এর পাশের জমি রজব আলীর। এখন ওর সাথে আমার জমি থাকায় রজব আলী আমার জমিও এখন নিজ বলে দাবি করছে । এতে আমি বাধা দিলে আমাকে সহ আমার স্ত্রীকে তারা বেদরক পেটায়। ্এ ঘটনাকে কেন্দ্র করে  মতিয়ার রহমান নিজে বাদী হয়ে ৯ জনকে আসামী করে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেছেন । এবিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ এর সঙ্গেযোগাযোগ করা হলে তিনি জানান,এ মামলাটি একটু দেখতে হবে।  

পুরোনো সংবাদ

নীলফামারী 7070029910353021817

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item