নীলফামারীতে সাইন্টিফিক সেমিনার

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
 কমিউনিটি প্যারামেডিকদের নিয়ে সাইন্টিফিক সেমিনার মঙ্গলবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। শহরের আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে সুইসকন্টাক্ট’র আস্থা প্রকল্পের উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জেলার ২৯জন কমিউনিটি প্যারামেডিক অংশগ্রহণ করেন। সেমিনারে ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন নভারটিজ প্রতিনিধি ডাঃ রাইসুল কবীর, টেরিটরি ম্যানেজার বাবুল হাসান, সুইচকন্টাক্ট’র আস্থা প্রকল্পের এস এম মাহমুদুল হাসান ও সিনিয়র প্রজেক্ট অফিসার খাইরুল ইসলাম।প্রসঙ্গত ২০১১সাল থেকে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরিতে কমিউনিটি প্যারামেডিট তৈরিতে কাজ শুরু করে সুইচকন্টাক্ট। প্রকল্পের আওতায় ২শ জন তৈরি হয়ে স্বাস্থ্য খাতে নিয়োজিত রয়েছেন। পরবর্তিতে ২০১৫সালের জানুয়ারীতে কমিউনিটি প্যারামেডিক তৈরিতে আস্থা প্রকল্প চালু হয় নীলফামারীতে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1239665901195752894

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item