ডোমারে ভালবেসে বিয়ে করে মানবেতর জীবন যাপন করছে মনিরা

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে প্রেমের ফাঁদে বিয়ে করে মানবেতর জীবন যাপন করছে মনিরা আক্তার জাফরীন। স্ত্রীর অধিকার না পাওয়ায় বিচারের আশায় ঘুরছে মানুষের দ্বারে দ্বারে ধরণা দিচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিলাহাটি পুলিশ ফাঁড়ি সংলগ্ন সরকার পাড়া গ্রামে। সরেজমিনে জানাযায়,উক্ত গ্রামের সামছুল মির্জার কন্যা মনিরা আক্তার জাফরীনের সাথে দেবীগঞ্জ উপজেলার উপনচৌকি ভাজনী বোদা পাড়া এলাকার
জামাল উদ্দিনের পুত্র বর্ডার গার্ড বাংলাদেশের কর্মরত সদস্য রাজিকুল ইসলামের সাথে পরিচয়ের এক পর্যায়ে দুজনে প্রেম ভালবাসায় জড়িয়ে পড়ে। দীর্ঘ ৬ মাস সর্ম্পকের করে দুজনই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গত ২৬/০৮/২০১৪ইং তারিখে দেবীগঞ্জে কাজী আবুল হোসেনের অফিসে বিয়ে করে এবং চাকুরীর মেয়াদ ৪ বছর হলে স্ত্রীর মর্যাদা দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘরে তুলে নেয়ার প্রতিশ্র“তি দেয়। অপরদিকে কিছুদিন সর্ম্পক থাকার পরে মনিরার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। মনিরা স্ত্রীর দাবী জানালে প্রতারক রাজিকুল মনিরার বাবার কাছে ৪ ল টাকা যৌতুক দাবী করে বলে মনিরার বাবা সামছুল মির্জা জানান। তারা দিতে অপারোকতা প্রকাশ করায় রাজিকুল চিলাহাটির বোতলগঞ্জে  নতুন আরেকটি বিবাহ করার জন্য কনের বাবার কাছে নগদ ৩ ল টাকা হাতিয়ে নেয়। মনিরা তা জানতে পেরে তাদের বাড়ীতে বিবাহের কাবিন নামা দেখিয়ে তার পূর্বের স্ত্রী আছে বলে কনে পকে অবগত করেন। মনিরার স্বামীর ফিরে আসবে এবং সে স্ত্রীর মর্যাদা পাবে সেই আশার পথ চেয়ে বসে আছে। প্রতারক স্বামী অদ্যবদী ফিরে না আসায় অতি কষ্টে একবেলা খেয়ে না খেয়ে দিন মুজুর বাবার বাড়ীতে  মানবেতর জীবন যাপন করছে মনিরা ।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item