জলঢাকায় অব্যবস্থাপনায় ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2015/04/-post_88.html
প্রক্সি পরীার্থীর ১ বছর জেল, মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা , ২জন বহিস্কার
কেন্দ্রে অব্যবস্থাপনা, প্রক্সি পরীক্ষার্থী আটক ও দুজন পরীক্ষার্থীর বহিস্কারের মধ্যে দিয়ে নীলফামারীর জলঢাকায় ১ম দিনের ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাশ) পরীক্ষায় জলঢাকা রাবেয়া চৌধুরী ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রে অব্যবস্থাপনার চিত্র ভয়াবহ ভাবে ফুটে উঠে। প্রাকৃতিক দুর্যোগ ও বিদ্যুৎ বিহীন কেন্দ্রে
অন্ধকারে পরীক্ষা দিয়েছে কেন্দ্রের ৭৫৫ জন পরীক্ষার্থী। কক্ষ পরিদর্শক নিজ উদ্যোগে দু একটি মোমবাতি যোগার করে দিলেও কেন্দ্র সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রী। কেন্দ্র পরিদর্শনে আসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ এনায়েতুল্লা ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তারেক মাহমুদ এর জন্য সম্পুর্ণ অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। কেন্দ্র সচিব ও রাবেয়া চৌঃ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে উপস্থিত সাংবাদিকদের দম্ভ নিয়ে বলেন, “আপনারা যা পারেন লেখেন”। অপরদিকে জলঢাকা বিএমআই কলেজ কেন্দ্রে প্রক্সি দিতে আসা ফারুক হোসেন নামে একজনকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে প্রেরন করা হয়।পরে তাকে ভ্রাম্যমান আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান হাবিব। অপরদিকে বিএমআই কলেজ কেন্দে পরীক্ষায় অসাদু উপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।