ডোমারে বৈশাখ উপলক্ষে আরোয়া শিশু মেলা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক 
ডোমার(নীলফামারী)প্রতিনিধি>> নীলফামারীর ডোমারে বাংলা নববর্ষ ১৪২২ উপলে “আরোয়া শিশু মেলা”র আয়োজন করা হয়েছে। আরোয়া কমোডিটীজ গ্র“প আয়োজিত গতকাল বুধবার সকালে পশ্চিম চিকনমাটি মোল্লা পাড়া আরোয়ার মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সকাল থেকে  নানা কর্মসূচির  মধ্যে বাংলা নববর্ষ বরণ,আলোচনা সভা,বৃ রোপন,বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান,আকর্ষনীয় ফ্রি র‌্যাফেল-ড্র ও পুরস্কার বিতরণ  করা হয়েছে।
ফিতা কেটে আরোয়া শিশু মেলার শুভ উদ্বোধন ঘোষনা শেষে আলোচনা সভায় মিলিত হয়। প্রাক্তন কাষ্টম অফিসার আলহাজ্ব মোঃ ওয়ালিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরোয়া কমোডিটীজ গ্র“পের চেয়ারম্যান জনাব আফতাব মাহামুদ শিমুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুর হামিদ হোসাইনী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিমুন,নাফিয়া মাহমুদ মালা,বিশিষ্ট সংগীত শিল্পী আমজাদ হোসেন,সাংবাদিক আনিছুর রহমান মানিক, সাদিয়া রহমান উর্ম্মি প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনায় প্রভাষক গোলাম মোস্তফা। আলোচনা শেষে পরিবেশ রার্থে বৃ করা হয়। শেষে  আকর্ষনীয় ফ্রি র‌্যাফেল-র্ড্রর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ও ব্যাবস্থাপনায় ওমর ফারুক অর্পন ও স্বপন ভৌমিক। আরোয়া কমোডিটীজ গ্র“পের চেয়ারম্যান আফতাব মাহামুদ শিমুল জানান,আগামীতে এলাকায় চা বাগানের পাশাপাশি শিল্প কল কারখানা করে স্থানীয় বেকার যুবকদের কর্ম সংস্থানের জন্য ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। এ জন্য এলাকার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
#

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item