দেবীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
https://www.obolokon24.com/2015/04/-post_37.html
মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা ,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃদেবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডাঃ আহাদ আলীর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যন হাসনাৎ জামান চৌধুরী জর্জ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার বর্মন,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ রুনা লায়লা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন মোঃ মিজানুর রহমান সহকারী কাম হিসাব রক্ষক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।
কর্মশালায় ছয় মাস বয়সের শিশু থেকে পাঁচ বছরের নিচের বয়সের শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার উপর গুরুত্ব, কোন শিশুরা যেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পরে সেইভাবে প্রচার করেতে হবে সবাইকে।
এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক, উপজেলার প্রতিটি মসজিদের ইমাম, পেশাজীবিসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ কর্মশালায় উপস্থিত ছিলেন।