বাহারুল সভাপতি, পুলিন চন্দ্র সম্পাদক, জলঢাকা কৈমারী জাসদের কমিটি ঘোষনা
https://www.obolokon24.com/2015/04/-post_28.html
মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী ) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় কৈমারী ইউনিয়নে জাসদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। বাহারুল ইসলামকে সভাপতি ও শ্রী পুলিন চন্দ্র বর্মনকে সাধারণ সম্পাদক ও শ্রী কমলকৃষ্ণ রায়কে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন দেন জেলা জাসদের সভাপতি অধ্যাপক
আজিজুল ইসলাম। এ উপল্েয গতকাল বিকালে কৈমারী রথের বাজার এলাকায় সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে জেলা জাসদের সভাপতি উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জাসদ নেতা আফসোর আলী, হাসিবুল ইসলাম মিতু, আলমগীর হোসেন, আবু সায়েম, বিষ্ণু চন্দ্র রায়, ভরত চন্দ্র রায় শ্রী রমানাথ রায় প্রমুখ।
নীলফামারীর জলঢাকায় কৈমারী ইউনিয়নে জাসদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। বাহারুল ইসলামকে সভাপতি ও শ্রী পুলিন চন্দ্র বর্মনকে সাধারণ সম্পাদক ও শ্রী কমলকৃষ্ণ রায়কে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন দেন জেলা জাসদের সভাপতি অধ্যাপক
আজিজুল ইসলাম। এ উপল্েয গতকাল বিকালে কৈমারী রথের বাজার এলাকায় সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে জেলা জাসদের সভাপতি উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জাসদ নেতা আফসোর আলী, হাসিবুল ইসলাম মিতু, আলমগীর হোসেন, আবু সায়েম, বিষ্ণু চন্দ্র রায়, ভরত চন্দ্র রায় শ্রী রমানাথ রায় প্রমুখ।