দেবীগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রপ
https://www.obolokon24.com/2015/04/-post24.html
মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা, জেলা প্রতিনিধি, পঞ্চগড়ঃ দেবীগঞ্জ সদর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপ বেড়েগেছে ।
পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী সহ গবাদি পশু রাস্তায় চলাচলে মারাত্মক হুমকির সম্মূখীন হয়ে পড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রপে। জলাতœক রোগের আশঙ্খা করছে এলাকাবাসী। দেবীগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় ৮-১০টি করে কুকুর দলবেঁধে ফিল্মি স্টাইলে হানা দিয়ে হাঁস, মুরগী, গরু ও ছাগল ধরে এদের মাংস ছিড়ে ছিড়ে খাচ্ছে এবংদেবীগঞ্জে কসাইদের (মাংস বিক্রেতার)কাছে কুকুরের ভিড় বেশি থাকে ।
হামলাকারী কুকুররা সাধারণ মানুষকেও প্রায় সময় আক্রমন করছে। দেবীগঞ্জ সদর এলাকার বাজার , ট্রাফিক মোড়, এল.এস.ডি. মোড়,বাবুল কসাইয়ের বাড়ীর সামনে রোডে, বিজয়চত্তর মোড়, উপজেলা পরিষদ সংলগ্ন আবাসিক ও অফিস পাড়া এলাকা, হাসপাতাল চত্তর, থানা চত্তর,কাচা ও মাংস বাজার চত্তর সহ বিভিন্ন এলাকায় এসব কুকুরকে দল বেঁধে ঘুরতে দেখা যায়। এ অবস্থায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপ হতে রেহাই পেতে দেবীগঞ্জ এলাকাবাসী জরুরী ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিধনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী সহ গবাদি পশু রাস্তায় চলাচলে মারাত্মক হুমকির সম্মূখীন হয়ে পড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রপে। জলাতœক রোগের আশঙ্খা করছে এলাকাবাসী। দেবীগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় ৮-১০টি করে কুকুর দলবেঁধে ফিল্মি স্টাইলে হানা দিয়ে হাঁস, মুরগী, গরু ও ছাগল ধরে এদের মাংস ছিড়ে ছিড়ে খাচ্ছে এবংদেবীগঞ্জে কসাইদের (মাংস বিক্রেতার)কাছে কুকুরের ভিড় বেশি থাকে ।
হামলাকারী কুকুররা সাধারণ মানুষকেও প্রায় সময় আক্রমন করছে। দেবীগঞ্জ সদর এলাকার বাজার , ট্রাফিক মোড়, এল.এস.ডি. মোড়,বাবুল কসাইয়ের বাড়ীর সামনে রোডে, বিজয়চত্তর মোড়, উপজেলা পরিষদ সংলগ্ন আবাসিক ও অফিস পাড়া এলাকা, হাসপাতাল চত্তর, থানা চত্তর,কাচা ও মাংস বাজার চত্তর সহ বিভিন্ন এলাকায় এসব কুকুরকে দল বেঁধে ঘুরতে দেখা যায়। এ অবস্থায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপ হতে রেহাই পেতে দেবীগঞ্জ এলাকাবাসী জরুরী ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিধনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।