দেবীগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রপ

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা, জেলা প্রতিনিধি, পঞ্চগড়ঃ দেবীগঞ্জ সদর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপ বেড়েগেছে ।
পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী সহ গবাদি পশু রাস্তায় চলাচলে মারাত্মক হুমকির সম্মূখীন হয়ে পড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রপে। জলাতœক রোগের আশঙ্খা করছে এলাকাবাসী। দেবীগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় ৮-১০টি করে কুকুর দলবেঁধে ফিল্মি স্টাইলে হানা দিয়ে হাঁস, মুরগী, গরু ও ছাগল ধরে এদের মাংস ছিড়ে ছিড়ে খাচ্ছে এবংদেবীগঞ্জে  কসাইদের (মাংস বিক্রেতার)কাছে কুকুরের ভিড় বেশি থাকে ।
হামলাকারী কুকুররা সাধারণ মানুষকেও প্রায় সময় আক্রমন করছে। দেবীগঞ্জ সদর এলাকার বাজার , ট্রাফিক মোড়, এল.এস.ডি. মোড়,বাবুল কসাইয়ের বাড়ীর সামনে রোডে, বিজয়চত্তর মোড়, উপজেলা পরিষদ সংলগ্ন আবাসিক ও অফিস পাড়া এলাকা, হাসপাতাল চত্তর, থানা চত্তর,কাচা ও মাংস বাজার চত্তর সহ বিভিন্ন এলাকায় এসব কুকুরকে দল বেঁধে ঘুরতে দেখা যায়। এ অবস্থায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপ হতে রেহাই পেতে দেবীগঞ্জ এলাকাবাসী জরুরী ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিধনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

পুরোনো সংবাদ

রংপুর 2669405770468834545

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item