নীলফামারীতে বিবাহিত কিশোরীদের ক্ষমতায়নের উদ্যোগ
https://www.obolokon24.com/2015/04/-post22_22.html
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃনেদারল্যান্ডস সরকারের অর্থায়নেবে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লী-শ্রীর বাস্তবায়নে বাল্যবিয়ের শিকার এমন কিশোরীদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকারের সহযোগীতায় ইমেজ প্রকল্প চালু করা হয়েছে নীলফামারীর সংগলশী ইউনিয়নে। সংস্থা দুটি দুই বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করছে ।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্ধোধন
করা হয় নীলফামারীর ইপিজেডে অবস্থিত দিয়াজ হোটেলের সম্মেলন কক্ষে। সেখানে প্রকল্পের পরিচিতির মাধ্যমে এটির উদ্ধোধন করেন সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। সংগলশী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে প্রকল্পটির উপস্থাপন করেন পল্লী-শ্রীর প্রোগ্রাম ম্যানেজার সামশুন নাহার। প্রকল্প ব্যবস্থাপক লিলিমা রানীর সঞ্চালয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেলিম শাহ, নেদারল্যান্ড টেরেডেস হোমস ঢাকা অফিসের কর্মকর্তা আফজাল কবির খান। অনুষ্ঠানে এলাকার চিকিৎসক,সমাজসেবক, শিক্ষক, পরিবার পরিকল্পনার মাঠকর্মী, জনপ্রতিধি ও সাংবাদিকরা অংশগ্রহন করেন।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্ধোধন
করা হয় নীলফামারীর ইপিজেডে অবস্থিত দিয়াজ হোটেলের সম্মেলন কক্ষে। সেখানে প্রকল্পের পরিচিতির মাধ্যমে এটির উদ্ধোধন করেন সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। সংগলশী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে প্রকল্পটির উপস্থাপন করেন পল্লী-শ্রীর প্রোগ্রাম ম্যানেজার সামশুন নাহার। প্রকল্প ব্যবস্থাপক লিলিমা রানীর সঞ্চালয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেলিম শাহ, নেদারল্যান্ড টেরেডেস হোমস ঢাকা অফিসের কর্মকর্তা আফজাল কবির খান। অনুষ্ঠানে এলাকার চিকিৎসক,সমাজসেবক, শিক্ষক, পরিবার পরিকল্পনার মাঠকর্মী, জনপ্রতিধি ও সাংবাদিকরা অংশগ্রহন করেন।