ফলোআপ-ডোমারে শিউলী আতœহত্যার রহস্য
https://www.obolokon24.com/2015/04/-post22.html
ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>নীলফামারীর ডোমারে শিউলী আতœহত্যার সারাদিন নাটকিয়তা শেষে রহষ্য উৎঘাটন হয়েছে। ২১ এপ্রিল সকালে সোনারায় ইউনিয়নের পূর্ব খাটুরিয়া বসুনিয়া পাড়া গ্রামের এজার উদ্দীনের পুত্র এনামুল হকের স্ত্রী ২ সন্তানের জননী শিউলী আক্তার বিষ পান করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ শুনে শিউলীর শশুর বাড়ীর লোক জন পালিয়ে যায়। সারাদিন লাশ হাসপাতালে পড়ে থকার পর শশুর বাড়ীর লোকজন না আসায় শিউলীর বাবা ও স্থানীয় ইউপি সদস্য থানার পরামর্শে লাশ থানায় নিয়ে আসে।
রফাদফার একপর্যায়ে শিউলীর বাবা ইউনুছ আলীর জানান,জামাই দির্ঘদিন ধরে নানাঝলে শারিরিক ও মানুষিক নির্যাতন করে আসছে। গত ২দিন হতে শিউলীকে বেধর মারপিট করে। তার অত্যাচারে বাবার বাড়ীতে যেতে চাইলে তাকে ঘরে আটকে রাখে। শিউলী সন্তান রেখে গোপনে বাবার বাড়ীতে যেতে চাইলে সেই দিন সকালে আবারো বেধর মারপিট করে এতে শিউলীর মৃত্যু ঘটে। বিষয়টি ধামাচাপা দিতে বাড়ীর লোকজন তার মুখে বিষ ঠেলে দিয়ে হাসপাতালে ভর্তি করে বলে জানান। এ বিষয়ে রাতে সংবাদদাতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে এর কর্তব্যরত ডাঃ হাসিনুর রহমান বাদী হয়ে ডোমার থানায় একটি ইউডি মামলা দায়ের করেন। মামলা নং-৪/১৫,তারিখ-২১/০৪/১৫ ইং। পরদিন সকালে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরন করেন।