ডোমারে রাস্তার পাশ্বথেকে যুবকের লাশ উদ্ধার
https://www.obolokon24.com/2015/04/-post21_76.html
আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে রাস্তার পাশ্বথেকে যুবকের লাশ উদ্ধার। ২০ এপ্রিল সমবার রাত ১০.৪৫ ঘটিকায় উপজেলার হরিণচড়া ইউনিয়ন বাবুর ডাংগা এলাকার ৫০ গজ দুরে রাস্তার পাশ্বথেকে লাশটি উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। মৃতব্যাক্তি হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া চৌকিদার পাড়া গ্রামের মৃত ফুকন্দ রায়ের পুত্র শ্রী হীরম্ব চন্দ্র রায়(৩৬)। মামলাসুত্রে জানাযায় হীরম্ব সন্ধ্যার পরে নিজ বাড়ী থেকে ঔষধ কেনার জন্য সোনারায় বাজারের দিকে যায় মধ্যপথে তার লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে বাড়ীর লোকজন এসে লাশ সনাক্ত করে
। পরে ডোমার থানায় এসআই খাদেমুল করিম ও মিজানুর রহমান মিজান এবং সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন সকালে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে নিহিতের বড়ভাই রমানাথ রায় বাদী হয়ে একটি ইউডি মামলা নং-০৩/১৫ দায়ের করে।
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে রাস্তার পাশ্বথেকে যুবকের লাশ উদ্ধার। ২০ এপ্রিল সমবার রাত ১০.৪৫ ঘটিকায় উপজেলার হরিণচড়া ইউনিয়ন বাবুর ডাংগা এলাকার ৫০ গজ দুরে রাস্তার পাশ্বথেকে লাশটি উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। মৃতব্যাক্তি হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া চৌকিদার পাড়া গ্রামের মৃত ফুকন্দ রায়ের পুত্র শ্রী হীরম্ব চন্দ্র রায়(৩৬)। মামলাসুত্রে জানাযায় হীরম্ব সন্ধ্যার পরে নিজ বাড়ী থেকে ঔষধ কেনার জন্য সোনারায় বাজারের দিকে যায় মধ্যপথে তার লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে বাড়ীর লোকজন এসে লাশ সনাক্ত করে
। পরে ডোমার থানায় এসআই খাদেমুল করিম ও মিজানুর রহমান মিজান এবং সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন সকালে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে নিহিতের বড়ভাই রমানাথ রায় বাদী হয়ে একটি ইউডি মামলা নং-০৩/১৫ দায়ের করে।