নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
https://www.obolokon24.com/2015/04/-post20_89.html
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃসোমবার নীলফামারীতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ(মার্কসবাদী) নীলফামারী জেলা কমিটি তিস্তা সেচ প্রকল্পের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে ৩শ কোটি টাকা প্রদান এবং তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ।
দুপুরে নীলফামারী শহরের শহীদ মিনার চত্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে
স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গি মোড়ে মানববন্ধন কর্মসুচীতে মিলিত হয়।
মানববন্ধন সমাবেশে বাসদ রংপুর বিভাগীয় সংগঠক আহসানুল আরেফিন তিতু, নীলফামারী জেলা সংগঠন আব্বাস আলী, ডোমার উপজেলা সংগঠক ইয়াসিন আদনান রাজিব, ডিমলা উপজেলা সংগঠক রবীন্দ্র নাথ রায়, জলঢাকা উপজেলা সংগঠক তরুনী রায় বক্তব্য রাখেন।