পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের সিরিজ জয়
https://www.obolokon24.com/2015/04/-post20.html
খেলাধুলা ডেস্ক- রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণই করেছে তারা। তাই এক ম্যাচ আগেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা। ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের এটি ১৮তম সিরিজ জয়। দেশের মাটিতে ১৩তম সিরিজ জয়। তবে পাকিস্তানের বিরুদ্ধে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩৯ রান করে পাকিস্তান। জবাবে তামিমের সেঞ্চুরিতে রান তাড়া করার বিষয়টি মামুলি হয়ে পড়ে বাংলাদেশের কাছে। ৩৮.১ ওভারে ৩ উইকেটে ২৪০ রান করে ম্যাচ জিতে নেয় মাশরাফির দল। ৭১ বল আগে পাওয়া জয়ে ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান তামিম।
রোববার মিরপুরে তামিম তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। আর এই সেঞ্চুরি দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন সাকিবকে। তারা দুজন এখন যৌথভাবে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। এই অর্জনেই শেষ নয়। বাংলাদেশের হয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন তামিম। এর আগে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে শাহরিয়ার নাফীস,
২০১৫ বিশ্বকাপে মাহমুদ উল্লাহ রিয়াদ পরপর দুই ম্যাচে সেঞ্চুরি (ইংল্যান্ড, নিউজিল্যান্ড) করেছেন। শুক্রবার প্রথম ওয়ানডেতে ১৩২ রান করেছিলেন তামিম।