বেইলী ব্রীজে ভাঙ্গন ঃ জলঢাকার সাথে পার্শ্ববর্তী জেলার যান চলাচল বন্ধ

মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী ) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকার পৌরসভা আউলিয়াখানা বেইলী ড্রেকিং ব্রীজে ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করায় বৃহস্পতিবার থেকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলাসহ ডোমার-ডিমলার উপজেলার সাথে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করে নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে লাল পতাকা তুলে দেয় সড়ক ও জনপদ বিভাগের এক কর্মচারী। আকস্মিক কর্তৃকপরে এমন সিদ্ধান্তে দুর্ভোগে পরে দুর-দুরান্ত থেকে আসা যানবাহন চালকসহ যাত্রীসাধারণ।
দীর্ঘদিন থেকে ব্রীজটির ভাঙ্গন শুরু হলেও সড়ক বিভাগের কর্মকর্তাদের উদাসীনতা ও গাফিলতির জন্য এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় জনগণ। ব্রীজটি পরিদর্শনে আসা নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ বিভাগ, নীলফামারী তানভীর সিদ্দিকী বলেন, “৩০ মিটার দৈর্ঘ্যরে ব্রীজটি ৩টি ড্রেকিং সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যাওয়ায় ভারী যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। তাই আমাদেরকে সাময়িক ভাবে ভারী যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছে।” তিনি আরও জানান, দু’একদিনের মধ্যেই নতুন ড্রেকিং স্থাপনের মধ্য দিয়ে স্বাভাবিক হবে যান চলাচল।  

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 2088346598300582029

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item