বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডে
https://www.obolokon24.com/2015/02/post5.html
আরিফ আহমেদ-বরিশাল প্রতিনিধি।বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বন্দরে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসাকিটের মাধ্যমে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বন্দরের ব্যবসায়ী শাহাদাত হোসেনের গার্মেন্টসের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসাকিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের
মধ্যে আগুনের লেলিহান পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পরে। এতে বন্দরের গার্মেন্টস পট্টি,
চাউল পট্টি, মাছ পট্টির অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ৩২টি সম্পূর্ণ ও ১৮টি আংশিক ভস্মিভূত হয়। এছাড়াও দুটি টলঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে গৌরনদী, উজিরপুর ও বরিশালের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে আগৈলঝাড়া থানার এএসআই রাজু, ব্যবসায়ী শাহাদাত হোসেনসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।