বগুড়ায় বউ মেলা।

রিয়াদ মাহমুদ ভ্রাম্যমান প্রতিনিধি বগুড়া- বগুড়ার প্রায় চার বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় আজ বৃহস্পতিবার চলবে বউ মেলা মেলা উপলক্ষে পার্শ্ববর্তী অন্তত ২০ গ্রাম আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের মিলনমেলায় পরিণত হয়
এলাকার প্রবীন ব্যক্তিরা জানান, বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দরের পূর্বধারে গাড়ীদহ নদী ঘেষে পোড়াদহ নামকস্থনে স্থানীয় সন্ন্যাসী পূঁজা উপলক্ষে প্রায় চার বছর পূর্ব থেকে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমিতে একদিনের জন্য ঐতিহ্যবাহী এই পোড়াদহ মেলাটি বসে
মেলাকে ঘিরে মেলার আশপাশ গ্রামের সর্বস্তরের মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসে মেলার উৎসবে মেতে ওঠে
প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার মেলাটি হয় তবে মেলাটি একদিনের হলেও পরিচালানা কর্তৃপক্ষ তা তিনদিন পর্যন্ত চালান মেলাটিতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল অন্য কোন উৎসবে মেয়ে জামাই আত্মীয় স্বজনদের দাওয়াত না দিলেও চলে কিন্তু পোড়াদহ মেলায় সবাইকে দাওয়াত দিতেই হবে-যা অত্র এলাকায় রেওয়াজে পরিণত হয়েছে
এছাড়াও মেলায় নাগরদোলা, চরকি, ছারকাছ, ছায়াবাজি, জাদু খেলা, গাড়ী খেলাসহ বিভিন্ন খেলা চলেছে মেলায় মাছ, মিষ্টি, ফর্নিচার, বড়ই, পান শুপারী, তৈজস পত্র, খেলনা থাকলেও কালক্রমে মাছের জন্য বিখ্যাত হয়ে আসছে মেলায় যেমন মাছের আকর্ষন তেমনি বাড়ি বাড়ি জামাই আকর্ষন কোন জামাই কত বড় মাছ কিনেছে তা নিয়েও চলে প্রতিযোগিতা জামাইরা একে অন্যের বাড়ি বেড়াতে যায় মিষ্টি হাতে আবার জামাইদের হাতে বাড়ির বড়রা নগদ অর্থ তুলদিয়ে থাকে সবাই সবার জন্য কেনা কাটা করে থাকে
আশপাশের ২০ গ্রামের মানুষের কাছে ঈদের পর এটিই দ্বিতীয় বৃহত্তম উৎসব


অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item